দিনাজপুর খানসামায় পরিচয় ও বিয়ের কথা গোপন রেখে ছদ্মনামে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম-শারীরিক সম্পর্কের পর তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রিপন ইসলাম ওই উপজেলার আগ্রা গ্রামের শাহ পাড়ার হায়দার আলীর ছেলে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন।
তিনি জানান, নিজের ধর্ম, পরিচয় ও বিয়ের তথ্য গোপন রেখে ‘বিপ্লব রায়’ ছদ্মনামে ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেম করেন রিপন ইসলাম। যা ধীরে ধীরে রূপ নেয় শারীরিক সম্পর্কে। দুই মাস প্রেমের পর ১৪ আগস্ট রাতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন ওই ছাত্রী। সেখানে গিয়েই প্রেমিকের আসল পরিচয় জানতে পারেন। এরপর চক্ষুলজ্জায় নিজ বাড়ির পাশের লিচু গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর তার স্কুলব্যাগে পাওয়া মোবাইলের কল ও মেসেজের লিস্ট ধরে অনুসন্ধান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর প্রতারক রিপন ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, পরিচয় গোপন রেখে ছদ্মনামে ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন তিনি।
তিনি আরো জানান, আটক রিপন ইসলাম দুই সন্তানের জনক। তিনি এ ঘটনার আগে ও পরে পরিচয় গোপন রেখে অনেক মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় ও শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।