বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি বিল্লাল হোসেন খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার লাউতলী গ্রাম থেকে গ্রেফতার হওয়ার সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবদুর রকিব জানান, এলাকায় বিল্লাল হোসেন খান (৪০) অবস্থান করছেন- এমন সংবাদ পেয়ে উপপরিদর্শক নূরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালান। এসময় আলোচিত এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
ওসি আরো জানান, বিল্লাল হোসেন খানের কাছ থেকে এসময় ২৩০ পিস ইয়াবা এবং বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয় নিয়ে নতুন করে বিল্লাল হোসেন খানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
১১ মামলায় গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন খান ফরিদগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আবুল বাশার খানের ছেলে।