ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

পর্তুগালে করোনা মহামারীতেও অভিবাসীর সংখ্যা বেড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২০ বার পঠিত

অভিবাসীদের স্বর্গরাজ্য বলে পরিচিত ইউরোপের দেশ পর্তুগালে থেমে নেই অভিবাসীদের ঢল। এই করোনা মহামারিতে দেশটিতে বেড়েছে অভিবাসীদের সংখ্যা।

পর্তুগালের বিদেশি সীমান্ত ও পরিশেবা সংস্থা (এসইএফ)-এর তথ্য মতে ২০২০ সালের শেষের দিকে দেশে অভিবাসীদের সংখ্যা ছিলো ছয় লাখ ৬১ হাজার ৬০০ জন। যা ২০১৯ সালের তুলনায় ৭১ হাজার ২৫২ জন বেশি।

২০১৫ সাল থেকে ২০১৯ সালে অভিবাসীদের সংখ্যা বেড়েছে ৫২ ভাগ। ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে বেড়েছে ১২ ভাগ ।

আরেকটি তথ্য মতে ২০২০ সালে এক লাখ ১৭ হাজার ৫০০ জন অভিবাসীকে বৈধতা দেয়া হয়েছে। যা ২০১৯ সালের তুলনায় ১১ হাজার কম। এদের মধ্যে পারিবারিক সদস্যদের জন্য ৩০ দশমিক চার ভাগ, পেশাদার কাজের জন্য ২৫ দশমিক তিন ভাগ ও পড়াশুনার জন্য ১০ দশমিক চার ভাগ অভিবাসীকে বৈধতা দেয়া হয়েছে।

অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বৈধতা পেয়েছেন ব্রাজিলের নাগরিকরা। তাদের সংখ্যা ৪৮ হাজার ৭৯৬ জন ।

ব্রিটিশ নাগরিকরা আছেন দ্বিতীয় স্থানে তাদের সংখ্যা আট হাজার ৩৫৩ জন। আর তৃতীয় অবস্থানে আছেন আমাদের পাশের দেশ ভারতের নাগরিকরা। পঞ্চম স্থানে আছে ইতালি। আঙলা, নেপাল ও বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধতা পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102