পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পাশার দান হয়ে উঠেছে, ভারত-বাংলাদেশের তিস্তার পানি বণ্টন ইস্যু। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাদের উত্তরবঙ্গকে অবজ্ঞা করে, বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাইছেন মোদি। বিজেপি নেতারা বলছেন, মমতা জিতলে, পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশ।
পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনি প্রচারণায় ঘুরেফিরেই আসছে বাংলাদেশ প্রসঙ্গ। বিজেপি নেতাদের অভিযোগ তৃনমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন।
অবশ্য, তৃনমূল নেতাদের অভিযোগ, অহেতুক বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি।
বাংলাদেশ-ভারত সর্ম্পকে বরাবরই আলোচনায় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। তবে, নির্বাচনি মাঠে এবার মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই খোলাসা করেছেন, তার কারণেই হয়নি তিস্তা চুক্তি। মমতার বক্তব্যে স্পষ্ট যে, ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদি নিজেও চান, বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি হোক।
১৯৮৩ সাল থেকেই দরকষাকষি চলছে তিস্তার পানি বন্টন নিয়ে। এর আগে ২০০৭ এবং ২০১১ সালে দুদুবার তিস্তার পানি বন্টন চুক্তি সাক্ষরের সম্ভাবনা ছিলো। তিস্তার জলের ৪২ দশমিক ৫ শতাংশ ভারতের আর ৩৭ দশমিক ৫ শতাংশে বাংলাদেশের অধিকার। পশ্চিমবঙ্গে মমতার তৃনমূল ফের জিতলে তিস্তা চুক্তি সাক্ষরের সম্ভাবনা ক্ষীন। মোদির ইচ্ছে থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করতে পারবে না।