জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বিলেরঘাট এলাকার ফাঁকা মাঠ থেকে বায়েজিদ হোসেন (১৯) নামের কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হত্যার শিকার কলেজছাত্র সদর থানার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অবস্থান করছে। লাশের পাশে ধারালো ছুরি পড়ে থাকায় পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরের দিকে রসুলপুর গ্রামের বিলের ঘাট এলাকার ফাঁকা মাঠে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় চেয়ারম্যান জাহিদুল আলম বেনু জানান, রাতের কোনো একসময় ফাঁকা মাঠে কলেজছাত্রকে ধারালো ছুরি দিয়ে কে বা কারা হত্যা করেছে। তিনি জানান, হত্যার শিকার বায়েজিদ এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, আমার ঘটনাস্থলে আছি। লাশের পাশে বড় ধারালো ছুরি পেয়েছি। ময়নাতদন্তের জন্য বায়েজিদের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে মামলা করা হবে।