ads
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

পাঁচ বছরেও শেষ হয়নি তাবেলা সিজার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩ বার পঠিত

পাঁচ বছর পেরিয়ে গেলেও সাক্ষ্যগ্রহণেই আটকে আছে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার বিচার কাজ। মামলার দীর্ঘসূত্রতা নিয়ে একে অন্যের ওপর দায় চাপাচ্ছে রাষ্ট্র ও আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, চলতি বছরেই শেষ হবে এ মামলার বিচারকাজ।
রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় চার বছর আগে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ৭১ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪০ জন। মামলার বাদী হেলেন ভেন ডার বিকসহ এখনও বাকি ৩১ জনের সাক্ষ্য। এ মামলার দীর্ঘসূত্রিতার জন্য রাষ্ট্রপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছেন আসামিপক্ষ।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘এরা আগে যত সাক্ষি আসছেন আমরা সন্ধ্যা পর্যন্ত হলেও মামলাগুলো শেষ করেছি। আমাদের জেরা কিন্তু কমপ্লিট করেছি। রাষ্ট্র সাক্ষি না আনলে আমরা জেরা করবো কাকে? সাক্ষি তো আনতে পারছেনা।’

তবে রাষ্ট্রপক্ষের দাবি, চলতি বছরেই শেষ হবে এ মামলার বিচারকাজ। রাষ্ট্রপক্ষের কৌসুলি তাপস কুমার পাল বলেন, ‘করোনা যদি না আসতো এ কারণে তো ৭-৮ মাস বন্ধ গেলো। নাহলে একেবারে শেস পর্যায়ে চলে আসতো। বাদী যে সে ইতালিয়ান নাগরিক, তিনি এখন ইতালিতে আছেন। ইতালির দূতাবাস থেকে জানিয়েছে তাকে বললেই তিনি চলে আসবেন। এ বছরের মধ্যেই আমরা এ মামলার রায় দিতে পারবো।’

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আগামী ১৪ই অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক রয়েছে।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার। এ মামলার সাত আসামির মধ্যে চার আসামি কারাগারে, একজন জামিনে ও দুইজন পলাতক রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102