মূল বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে পাইরেটেড হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী।
রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে দেদারসে বিক্রি হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে উদ্ধার হয় এমন পাইরেটেড বই। নীলক্ষেত থেকে গ্রেফতার ৪ বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী। কিন্তু এই বইগুলো ফটোকপি করে কম দামে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির খবর পায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এরপর বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট ও নীলক্ষেতে বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে বইগুলোর পাইরেটেড কপি উদ্ধার করা হয়। দোকানগুলো মূল প্রকাশনার বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে এই বই বিক্রি করে আসছিলো।
বিক্রেতারা বলছেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে পাইরেটেড এই বই কেনেন তারা।
এক বিক্রেতা বলেন, নিউমার্কেটে অনেকগুলো পাইকারি দোকান আছে। সবার কাছ থেকেই সবাই নেয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অধিক লাভের আশায় একটি চক্র বইগুলো পাইরেটেড করে বাজারে বিক্রি করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, বাংলা একাডেমী থেকে পাঠানো চিঠির মাধ্যমে আমরা জানতে পারি, যে এই তিনটি বই পাইরেটেড হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী মতো আরো অনেক এই ধরণের বই পাইরেটেড হচ্ছে। তাই গুরুত্বসহকারে এই বিষয়টি আমরা দেখবো।
পাইরেটেড বইগুলোতে মূল বইয়ের কোন অংশ বিকৃত করা হয়েছে কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।