পাবনা জেলা প্রতিনিধি; শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এই বাঘ দুটি ধরা পড়ে। দুইটি মেছো বাঘ আটক হয়েছে। এরমধ্যে গণপিটুনিতে একটি মারা গেছে। বাঘ ধরতে গিয়ে বাঘের আক্রমনে এ সময় চারজন আহত হয়। স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ থেকেই ওই গ্রামে চারটি মুরগী ও একটি ছাগল খেয়ে ফেলার কারণে গ্রামে ‘বাঘ আতঙ্ক’ শুরু হয়। শুক্রবার সকাল ১১টায় গ্রামের লোকজন স্থানীয় গোরস্থানে বাঘ দুটিকে দেখতে পায়। সূত্র মতে- অনেক কৌশল অবলম্বন করে দুটি বাঘকেই গ্রামবাসী আটক করতে সক্ষম হয়। এতে চারজন আহত হয়। এ সময় উৎসুক কিছু লোকজন একটি বাঘকে ব্যাপক গণপিটুনি দেয়। একপর্যায়ে একটি বাঘ মারা যায়। এলাকাবাসী জানান, গণপিটুনিতে একটি বাঘ মারা গেলেও অন্য বাঘটি সুস্থ্য আছেন। তাকে খাবার দেওয়া হয়েছে, বাঘটি সুস্থ আছে ।