জমি নিয়ে বিরোধের জেরে পাবনার আতাইকুলায় প্রতিপক্ষের হামলায় গোলাপ প্রামাণিক (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, আতাইকুলার জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামাণিক ও একই এলাকার শাহাদত আলী গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে শাহাদতের লোকজন অতর্কিতভাবে গোলাপ প্রামাণিকের বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা গোলাপসহ অন্যদের এলোপাতাড়ি কোপায়। এতে গোলাপ প্রামাণিক, তার পিতা আব্দুল প্রামাণিক ও ভাই শুকুর প্রামাণিকসহ ৬ জন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে গোলাপ প্রামাণিক মারা যান।