ঈশ্বরদী প্রতিনিধি:পাবনা: ১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. পাবনা জেলায় আগমন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়। এরপর সম্মানিত ডিআইজি মহোদয়কে পাবনা জেলা পুলিশের চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরবর্তীতে পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সম্মানিত ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন অডিটোরিয়ামে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভার প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে । দায়িত্ব পালনের সময় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর ও পুলিশের কল্যাণের ক্ষেত্রে উদার মনোভাব দেখানোর বিষয়ে সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয়কে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
পরবর্তীতে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ এই সভায় উপস্থিত ছিলেন।