পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ১২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে খুব ভোটার উপস্থিতি তেমন চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।
নির্বাচন কমিশন জানায়, সকাল সাড়ে ৮টায় ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৪১৫ জন। ২রা এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর মৃত্যুতে শূন্য হয় আসনটি।