পর্যটন ও বিনোদনকেন্দ্রে জনসমাগমের কারণে বেড়েছে, করোনা সংক্রমণ। বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে এ কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, সম্প্রতি করোনা আক্রান্তদের বেশিরভাগই, পর্যটন ও বিনোদনকেন্দ্র ফেরত।
শঙ্কা জানান, এভাবে রোগী বাড়তে থাকলে, হাসপাতালে শয্যা সংকট তৈরি হবে। বলেন, এরইমধ্যে হাজার তিনেক শয্যা বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সীমিত পরিসরে লকডাউন বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছেন তারা। এছাড়া, মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বন্ধ থাকবে কোচিং সেন্টার। পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মেডিকেলে ভর্তি হতে, এ বছর আবেদন করেছেন, ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী।