ইমাম বিমানঃ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জনকে ১৮ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
নেছারাবাদ পৌরসভাধীন বিভিন্ন সড়কের পাশে ফুটপাথে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরীর অপরাধে একাধিক প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। ২৮ সেপ্টেম্বর সোমবার নেছারাবাদ স্বরুপকাঠি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচলনার সময় ফুটপাথ দখল মুক্ত করেন, একই সাথে বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী করা অপরাধে ১৩ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট বশির গাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অভিযান পরিচালনার সময় পৌরসভার বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে একাধিক ব্যক্তিকে আর্থিক ভাবে জরিমানা করা হয় একই সাথে ফুটপাথ দখল করে জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফুটপাথ দখল মুক্ত করি। ভবিষ্যতে এ সকল অভিযান অব্যাহত থাকবে।