পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় হাওলাদার (২১) নামে এক যুবক।
শনিবার (১৫ মে) বিকাল ৫.৩০ এর দিকে উপজেলার পাড়েরহাটের বৌডুবি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার জামাল হাওলাদার এর ছেলে নিহত হৃদয় হাওলাদার।
নিহতের ছোট ভাই পাপ্পু হাওলাদার জানান- আমার ভাই সম্পর্ক করে বিবাহ করছিল। পরে তার বৌ ডিভোর্স দিয়ে চলে যায়। আমি আজ বিকালে ফুটবল খেলতে যাই। পরে মাঠ থেকে এসে দেখি আমাদের ঘরের দরজা জানালা বন্ধ। তাই আমি ঘরের দরজা ভেঙে দেখি আমার ভাই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। আমার মা বাড়িতে ছিলো না, সে দুপুরে তার বাবা বাড়ি যায়। এই সুযোগে তিনি এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বার্তা বাজার’কে জানান- এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।