পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনসারী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দাফাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনসারী একই এলাকার মকছেদ আলীর ছেলে।
মৃতের পরিবারের সদস্যরা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলছিল আনসারী। এক সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে। তাৎক্ষণিক স্থানীয় ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আনসারীকে মৃত ঘোষণা করেন।