পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ মাকসুদুল হক মাকসুদেন বাড়িতে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুই ঘণ্টাব্যপী অভিযান চালিয়েছে পুলিশ।
দশমিনা থানার এসআই আব্দুল উহাবের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালায়।
অভিযান শেষে এসআই উহাব জানান, অভিযানে এাণের কোন চাল পাওয়া যায়নি।
তবে এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, গত দু’দিন ধরে মেম্বারের বাড়িতে বস্তায় বস্তায় চাল ঢুকতে দেখেছেন তারা।
ওই এলাকার বাসিন্দা মোশারেফ হোসেন বলেন, পুলিশ পুরো বাড়ি কর্ডন করে অভিযান চালিয়েছে, সাধারণ মানুষকে কাছে যেতে দেয়নি।
ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল আলম জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না এবং ভিজিডি-ভিজিএফসহ বিতরণের সব চাল নিজ নিজ এলাকায় বিতরণের জন্য সংশ্লিষ্ট এলাকার মেম্বারদের বুঝিয়ে দিয়েছেন।
অভিযুক্ত মেম্বার মাকসুদ বলেন, পুলিশ অভিযান চালিয়ে আমার পরিবারের খাবার চাল ছাড়া আর কোন কিছুই পায়নি।