গাজীপুর মহানগরীর পূবাইলে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাকিল খান (২৪)।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মাঝুখান পশ্চিমপাড়া পাকুরিয়ারটেক সড়কের পাশের ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকিল খান গাজীপুর সিটির পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পশ্চিমপাড়ার পাকুরিয়ার টেক এলাকার সফিক খানের ছেলে।
জানা যায়, ভোর ৬টার দিকে মাঝুখান পশ্চিমপাড়া পাকুরিয়ারটেক সড়কের পাশের ডোবায় শাকিলের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এরপর সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পূবাইল থানার এসআই জাহাঙ্গীর মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাকিলের মৃত্যু হয়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।
ঘটনাস্থলে মাছ ধরার টেঁটা, মাছ পাওয়া গেছে। পায়ে জুতা পরিহিত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।