ভারতে আটকে পড়া পেঁয়াজ আজ শনিবার দুপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ঢুকতে শুরু করেছে। বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একে এক পেঁয়াজবাহী সাতটি ট্রাক প্রবেশ করেছে।
আর একটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছেন আমদানিকারকরা। আজ মোট আটটি ট্রাক পেঁয়াজ আসার কথা রয়েছে। তবে সোমবার থেকে ট্রাকগুলো ভারতে আটকে থাকায় ইতিমধ্যে পেঁয়াজে পচন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ বন্দরে আটটি ট্রাক পেঁয়াজ ঢুকার কথা রয়েছে এবং বেলা ১২টা পর্যন্ত সাতটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং বাকি একটি ট্রাক পবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, পূর্বের এলসিকৃত পেঁয়াজ দেয়ার ব্যাপারে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে বৈঠকের পর আটকে পড়া পেঁয়াজ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলশ্রুতিতে আজ থেকে ভারতে আটকে থাকা পূর্বের এলসি’র পেঁয়াজগুলো আজ থেকে বন্দরে পর্যায়ক্রমে আসবে।
এদিকে পেঁয়াজগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে লোড-আনলোডের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ।