সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি; অভিনব পদ্ধতিতে পেটের মধ্যে ইয়াবা পাচারকালে এক নারীকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা টিম। বৃহস্পতিবার বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পটুয়াখালী সদর থানাধীন বড়ব্রীজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল হতে বরগুনার উদ্দেশ্যে আসা লিপি আক্তার(২৫) নামে একজন স্বামী পরিত্যাক্তা নারীকে আটক করে।
আটকের সময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশকে দেখে নেয়ার হুমকি দেয়। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে পটুয়াখালীর বায়োসেভ প্রাইভেট ক্লিনিকে নিয়ে পেটের এক্সরে করায়। এক্সরে ফিল্মে পায়ুপথে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হয়। অতঃপর তাকে ডিবি অফিসে নিয়ে আসলে সে পায়ু পথ দিয়ে পলিথিন প্যাকেটে মোড়ানো ০৮ প্যাকেট, প্রতি প্যাকেটে ৩০টি করে সর্বমোট ২৪০টি ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য অনুমান ৭২,০০০/- টাকা। এছাড়াও তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রয়েছে (মামলা নং ০২/৯৬, তারিখ: ০৪/০৩/২০১৪ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪)
পটুয়াখালী সদর থানা থেকে বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। মাদকের বিরুদ্ধে সদাশয় সরকার শূন্য সহনশীল নীতি ঘোষণা করেছে। পটুয়াখালী সদর থানা পুলিশ মাদক নির্মূলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।