নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁদলাই জোড় বাগান পোলাডাঙ্গায় রিক্সা ও ভ্যান সমবায় সমিতির উদ্যোগে দোয়া মাহফিল টি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও কৃষকলীগ নেতা আব্দুল হাকিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শহিদুল হুদা অলক।
এ সময় উপস্থিত ছিলেন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ- আলম, মো. আমিরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আকরামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ওমর ফারুক সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পোলাডাঙ্গা উত্তর পাড়া জাম মসজিদের ইমাম সাইদুর রহমান।