ভুয়া ‘আইএএস’র প্রতারকের খপ্পরে পড়েছেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। অবশেষে তারই সহযোগিতায় কসবা এলাকা থেকে ভুয়া ‘আইএএস’ পরিচয় দেয়া সেই দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রতারকের আমন্ত্রণে মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেশন ড্রাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকেন অভিনেত্রী। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। সবাইকে টিকা নেয়ার জন্য আগ্রহী করে তুলতে মিমিকে আমন্ত্রণ
জানানো হয়। কিন্তু টিকা নেয়ার কোনো রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট কোনো কিছুই না দেখায় সন্দেহ হয় বলে জানান সংসদ সদস্য। মিমি বলেন, আমার লোকেরা সেখানে গেলে বলা হয় তিনদিনের মধ্যে সার্টিফিকেট দেয়া হবে। অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে. যাদের যাদের টিকাকরণ হয়েছে তাদের নামই রেজিস্টার করা হয়নি।
এদিকে আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা করপোরেশনের উদ্যোগে এই ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। আমার সন্দেহ হওয়ায় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সাহায্যে এই প্রতারককে গ্রেপ্তার করাই।