সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবন্ধী শিশুকে মদ খাইয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, রোববার রাতে শিশুটির বড়ভাই মামলা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গেল মাসে বাদাঘাট বাজারের সততা স্টোরের মোজাম্মেল হকের ফেসবুক আইডিতে শিশু শরীফের ছবি ও ভিডিও আপলোড হয়।
ভিডিওতে শরীফ জানায়, তাকে জোর করে মদ খাইয়ে টিকটক ভিডিও বানিয়েছে কয়েকজন যুবক। পরে তা ছড়িয়ে দেয় ফেসবুকে।