সুনামগঞ্জে প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তিন সন্তানের মা এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রতিবেশী আব্দুল খালিসকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলাটি করেন নির্যাতিতা।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ৩ এপ্রিল রাতে ঘরের বাইরে গেলে খালিছ তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীকে কৌশলে তার পরিচয়পত্র, বিবাহের কাবিননামা ও তার মায়ের জমির দলিল চুরি করে, তা ফেরত দেয়ার নামে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে।
লোকলজ্জার ভয়ে এতদিন তিনি বিষয়টি গোপন রাখেন। কিন্তু তার যৌন ও শারীরিক নির্যাতনের অতিষ্ট হয়ে তা থেকে রেহাই পেতে আইনের আশ্রয় নেন তিনি।
পুলিশ বলছে, মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।