প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান।
এর আগে, লোটে শেরিংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপর বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যাবেন তিনি। বক্তব্য রাখবেন বাংলাদেশ ও ভূটানের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হবে আজকের আলোচনা পর্ব। প্রচার করা হবে পোপ ফ্রান্সিসের ভিডিও বার্তা ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকছে ভূটানের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও, রবীন্দ্র সংগীত, বিশেষ নৃত্যানুষ্ঠান, কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর চুম্বক অংশ ও সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের বাংলাদেশ পরিবেশনা থাকছে। ৮ম দিনের আয়োজনের প্রতিপাদ্য ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’।