এ বছর ৭৫তম জাতিসংঘ সাধারণ অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।
মন্ত্রী জানান, এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে না।
সাধারণ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড নাইনটিন, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড নাইনটিনের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার।