ads
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

প্রযুক্তিগত পরিবর্তনে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে: নসরুল হামিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১৬ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তিগত পরিবর্তনে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহার বান্ধব হতে হবে। কেননা মানুষ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে চায় না। প্রতিমন্ত্রী আজ শনিবার (৩ অক্টোবর) অনলাইনে বিষ্ফোরক পরিদপ্তরের অনলাইনে সেবা বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সেবা সময় ও অর্থ সাশ্রয়ের সাথে সাথে দূর্নীতিও লাগব করবে। অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স তৈরি ও নবায়ন করা গেলেও টাইম-লাইন সুস্পষ্ট করা হয়নি। এ সময় তিনি পুরাতন ডাটা ও নথি ডিজিটালাইজড করার নির্দেশনা প্রদান করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এ টু আই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান ও প্রধান বিস্ফোরক পরিদর্শক মোঃ মঞ্জরুল হাফিজ সংযুক্ত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিষ্ফোরক পরিদপ্তরে এসব সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে: ক. পেট্রোলিয়াম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনী রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি, খ. সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ভ আমদানিকরণের লাইসেন্স, গ. প্রজ্জ্বলনীয় এবং বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি, ঘ. গ্যাসাধার আমদানিকরণের পারমিট, ঙ. খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স এবং পারমিট, চ. নবায়ন সংশ্লিষ্ঠ আবেদন সমূহ, ছ. পেট্রোলিয়াম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স, জ. স্থলপথে বিস্ফোরক পরিবহণের লাইসেন্স, ঝ. সর্বসাধারনের প্রদর্শনের জন্য আতশবাজীর লাইসেন্স, ঞ. এলপিজি মজুদকরণ অথবা মজুদ ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তি করার জন্য লাইসেন্স, ট. বিস্ফোরক ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ী ভাবে ম্যাগাজিনে/বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স, ঠ. জলপথে/আকাশপথে বিস্ফোরক পরিবহণের লাইসেন্স, ড. গ্যাসাধারে গ্যাস (এলপিজি ) মজুদকরণের লাইসেন্স, ঢ় পরিবহণ যানে গ্যাসপূর্ণ (এলপিজি ব্যতিত অন্যান্য গ্যাস) আধার পরিবহণের লাইসেন্স ণ. পরিবহণ যানে এলপিজি পূর্ণ আধার পরিবহণের লাইসেন্স, ত. মোটর যানের জ্বালানি হিসাবে সরবরাহের উদ্দেশ্য ট্যাঙ্কে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স থ. নদী পথে (জলযানে) ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স, ন. সড়ক পথে ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১২:১০
  • ১৬:২৭
  • ১৮:১৩
  • ১৯:২৬
  • ৬:০৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102