রাতে বিগ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। এ ম্যাচ একাদশে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সকে সমীহ করেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পর্তুগিজরা। আরেক ম্যাচে, ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইডেন। ইতিবাচক ফুটবল খেলেই জিততে চায় দু’দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।
২০১৬ তে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরোর শিরোপা ঘরে তুলেছিল পর্তুগাল। চার বছরেরও বেশি সময় পর, গেলো মাসে প্যারিসে দু’দলের প্রথম ম্যাচটি হয়েছিলো গোলশূন্য ড্র। ফিরতি পর্বে এবার লিসবনে ফ্রান্সকে আতিথ্য দেবে পর্তুগিজরা।
নেশন্স লিগের তিন নম্বর গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার পর্তুগাল। তবে সমান পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে বিশ্বচ্যাম্পিয়নরা। সময়টা দারুণ যাচ্ছে পর্তুগালের। সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জয় পেয়ে ফুরফুরে মেজাজে পর্তুগিজ শিবির।
সম্প্রতি প্রীতি ম্যাচে অ্যান্ডোরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী ফার্নান্দো সান্তোস শিষ্যরা। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে পর্তুগাল খানিকটা এগিয়ে থাকলেও, পরিসংখ্যান কথা বলছে ফ্রান্সের পক্ষেই। দু’দলের ২৬ বারের দেখায় ফরাসিদের ১৮ জয়ের বিপরীতে সেলেকাওদের জয় ৬টি।
স্বস্তির খবর, পর্তুগালের শুরুর একাদশে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে ফার্নান্দেজ-সিলভা-ফিলিক্সদের ওপর শতভাগ ভরসা রেখেছেন কোচ সান্তোস।
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘রোনালদো শারীরিকভাবে এখন পুরোপুরি ফিট। সে টিমের সাথে থাকলে, অন্য ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা থাকে। আশা করছি এ ম্যাচে দারুণ কিছু হবে। ফ্রান্সকে সমীহ করেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা।’
এদিকে, সময়টা হার জিতের দোলাচলে পার করছে ফ্রান্স। সবশেষ ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ১টি হার ফরাসিদের। গেলো ম্যাচে ফিনল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারে কিছুটা ব্যাকফুটে দেশমের দল। যদিও হারের আক্ষেপ ভুলে পগবা-গ্রিজম্যান-এমবাপ্পেরা জ্বলে উঠতে প্রস্তুত।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ‘দলে কোনো ইনজুরি নেই। ফুটবলারদের প্রস্তুতি ভালো। এমবাপ্পে-পগবারা সেরাটা দিতে মুখিয়ে আছে। আশা করছি ছক অনুযায়ী পারফর্ম করলে জয় পাওয়া সম্ভব।’
আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইডেন। নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ হার, ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। সমান ম্যাচ খেলে এখন অবধি জয়ের মুখ দেখেনি সুইডেন।
লিগের প্রথম দেখায় সুইডিশদের হারায় ক্রোয়েশিয়া। অবশ্য পরের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েটরা। এদিকে, পরিসংখ্যান বলছে দু’দলের ৫ বারের মুখোমুখিতে ক্রোয়েশিয়ার চার জয়ের বিপরীতে একটি মাত্র জয় পায় সুইডেন। তারপরও পরিসংখ্যান ভুলে আপাতত মাঠের লড়াইয়ে জিততে চায় দু’দলই।