হবিগঞ্জে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরের পৌর শ্মশানঘাট এলাকার হোটেল রোজ গার্ডেনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের সৈয়দ মোস্তফা আহমেদের ছেলে রেজাউল করিম, হোটেল ম্যানেজার আজিজুর রহমান। বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, রেজাউল করিমের সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেম ছিল।
বৃহস্পতিবার প্রেমিকাকে হোটেল রোজ গার্ডেনে নিয়ে যায় রেজাউল। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে ওই কলেজছাত্রী বিয়ের কথা বললে সে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে হোটেলে হইচই শুরু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে হোটেল রোজ গার্ডেনে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।