প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করে এক বখাটে যুবক। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী রামপালে তার নানাবাড়ি অবস্থান করলে বখাটে দুর্জয় ও তার সাঙ্গপাঙ্গরা এ ঘটনা ঘটায় । এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের নিহার রায়ের অনার্স পড়ুয়া ছাত্রী (১৯) নানাবাড়িতে প্রায় সময়ই বেড়াতে যেত। রামপাল উপজেলার হুড়কা গ্রামের প্রফুল্ল সরকার ছোটনের পুত্র বখাটে দুর্জয় সরকার দুই বছর ধরে বিভিন্নভাবে পিছু লেগে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই কলেজপড়ুয়া ছাত্রীকে। এতে বখাটের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে অনেক দিন আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল কলেজপড়ুয়া ওই ছাত্রীকে। গত শারদীয় দুর্গোৎসবের সময় বিউটি তার নানা বাড়ি বেড়াতে যায়। কলেজ বন্ধ থাকায় সে তার নানা বাড়িতে রামপালের (আজাবাড়ি) অবস্থান করছিল।
খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ওই বখাটে অজ্ঞাত কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজপড়ুয়া আহত ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে যা মামলার প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।