বিশ্বজুড়ে দূষণ বেড়েছে। সেই সঙ্গে যোগ হচ্ছে বাড়তি ঝামেলাও। বিজ্ঞানীরা বলছেন, এর ফলে পুরুষের গোপনাঙ্গ ছোট হয়ে আসছে আর স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের মেডিকেল এবং জনস্বাস্থ্য অধ্যাপক ডা. শানা সোয়ান এক বইয়ে এমন তথ্য তুলে ধরেছেন।
কাউন্ট ডাউন: হাউ আওয়ার মডার্ন ওয়ার্ল্ড ইজ থ্রেটেনিং স্পার্ম কাউন্ট, অল্টারিং মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপেরিলিং দ্য ফিউচার অব দ্য হিউম্যান রেস বইয়ে তিনি লিখেন, ফ্যাথলেটের কারণে মানবজাতি ‘অস্তিত্ব সংকটের’ মুখে দাঁড়িয়ে আছে। এই রাসায়নিক ব্যবহার করে প্লাস্টিক তৈরি করা হয়। যা মানবদেহের হরমোন তৈরির অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের ওপর প্রভাব ফেলে।
প্রজনন স্বাস্থ্য বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন, এভাবে চলতে থাকলে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইঁদুরের ওপর এই ফ্যাথলেট সিন্ড্রোমের গবেষণা চালান ডা. সোয়ান। সেখানে তিনি দেখেন, যেসব ভ্রূণ এই রাসায়নিকের সংস্পর্শে এসে, সেগুলো ছোট পুরুষাঙ্গ নিয়ে জন্মেছে।
যদিও মূলত প্লাস্টিক তৈরিতে এই রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। তবে কসমেটিকস, খেলনা, খাবার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই রাসায়নিকের ব্যবহার হয়ে থাকে। এই রাসায়নিক ব্যবহারের সঙ্গে টেস্টোস্টেরোনের উৎপাদন কমে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে। ডা. সোয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এমনটা চলতে থাকে তাহলে ২০৪৫ সাল নাগাদ স্পার্ম কাউন্ট জিরো বা শূন্য হয়ে যাবে।