নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার চরকাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সময় নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৪ বছরের এক কিশোরকে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান ওসি আসলাম হোসেন।
মামলার বাদী শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। স্বামী পেশায় ব্যাটারিচালিত বাহন ইজিবাইক চালক। আসামি কিশোর তাদের প্রতিবেশী।
তার অভিযোগ, প্রতিবেশী ওই কিশোর গত বৃহস্পতিবার রাতে তার মেয়েকে বাড়ির পেছনে গলির রাস্তার নির্জন স্থানে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাসায় এসে কান্নাকাটি করে বিষয়টি জানালে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে তিনি থানায় মামলা দায়ের করেন।