ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
আলফাডাঙ্গায় বিলের পানিতে ডুবে শুকুর শেখ (৬) নামের এক শিশু মারা গেছে।
শনিবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শেখ বেজিডাঙ্গা গ্রামের হাবিল শেখের পুত্র।
স্থানীয়রা জানান, শুকুর শেখসহ তিন শিশু বিলে শাপলা তুলতে যায়। এসময় মধ্যবিলে শুকুর শেখ ডুবে যায়। অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা বিল থেকে শুকুর শেখকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোণিা করেন।
অন্যদিকে, বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আশরাফ শেখ (৬১) নামের এক বৃদ্ধ। শনিবার দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আশরাফ শেখ গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই বৃদ্ধ বাড়ির পাশের পুকুরে একাই গোসল করতে নামেন। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে প্রতিবেশী হাবিবুর রহমানসহ কয়েকজন পুকুরে গোসল করতে নামলে পানির নিচে তাদের পায়ে বৃদ্ধার দেহ বাধে। এসময় মৃত অবস্থায় বৃদ্ধাকে পানি থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে।
ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন বলেন, আশরাফ শেখ চার বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। সকলের অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে সে মারা যায়।