পটুযাখালীতে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের নামে তিন ফসলি কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শত শত কৃষক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় পশ্চিম আউলিয়াপুর তিন ফসলি কৃষিজমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মাওলানা মো.সিদ্দিকুর রহমান, আবদুল হক মোল্লা, মো.মিজানুর রহমান, এইচএম ইলিয়াস, জসিম তালুকদার।
এ সময় বক্তারা বলেন, মহাসড়ক নির্মাণের জন্য তারা জমি দিয়েছেন। সম্প্রতি রেল লাইন নির্মাণের জন্যও তাদের শত শত একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন আবার ইপিজেড নির্মাণের জন্য সরকার ৪০০ (চার শত) একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
বক্তারা আরো বলেন, শেষ সম্বল কৃষিজমি সরকার কেড়ে নিলে আমাদের আর কোনও জমি থাকবে না। তিন ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না-প্রধানমন্ত্রীর যে ঘোষণা তা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান বক্তারা। পরে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।