দুর্নীতি মামলায় বিলুপ্ত ফারমার্স ব্যাংকের টাঙ্গাইল শাখার সাবেক ম্যানেজার সোহেল রানার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেয়।
মামলার বিবরণে জানা যায়, ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে ফারমার্স ব্যাংকের টাঙ্গাইল শাখায় নয় কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা করা হয়।
পরবর্তী সময়ে অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন করার অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদীন গত বছরের ১৬ই সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় সোহেল রানাসহ চারজনকে আসামি করে মামলা করেন।