ফেনীর ছাগলনাইয়া থেকে অপহরণের ১৮ ঘন্টা পর অভিযান চালিয়ে ফেনী সোনাগাজী চর খোঁয়াজ এলাকা থেকে অপহৃত শিশু জুনায়েদ হোসেন (৩ মাস) কে উদ্ধারসহ অপহরণকারী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে ছাগলনাইয়া পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবন থেকে অপহরণের এই ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় ফেনী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম,জানায়, এ ঘটনায় জুনাইদের মা জাহেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার পর ১৮ ঘন্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি অরো বলেন, প্রবাসে থাকার সূত্র ধরে উত্তর পানুয়া গ্রামের কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনন রুবেলের সাথে ওমান প্রবাসী ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের মধ্যে ৩/৪ বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কালক্রমে সে সম্পর্ক পারিবারিক পর্যায়েও তৈরি হয়। এর সূত্র ধরে প্রবাসী শাহজাহানের স্ত্রী বিথি কয়েক বার প্রবাসী নিজাম উদ্দিনের ছাগলনাইয়ার পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবনের ৫ম তলায় ভাড়া বাসায় বেড়াতে আসে। একইভাবে গত বৃহস্পতিবার বিথি বেড়াতে এসেছিলো ছাগলনাইয়ায়।
মাঝখানে একদিন থেকে গতকাল শনিবার বিকালে সে নিজের বাড়ি লেমুয়া যায়। সন্ধ্যার দিকে আবার তিনি ছাগলনাইয়ায় ফিরে এসেছিলেন। এরপর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জুনাঈদের মা জাহেদা বেগমের কোল থেকে তাকে ছাদে নিয়ে ছবি তুলবে বলে বাসা থেকে বাইরে বের হয়। এরপর এই ঘটনা ঘটে।