ads
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

ফ্রান্স-পর্তুগাল, জার্মানি-হাঙ্গেরি দু’ম্যাচই ড্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১২ বার পঠিত

ইউরোতে ফ্রান্স-পর্তুগাল বিগ ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে। জিততে না পারলেও রাউন্ড অব সিক্সিটিন নিশ্চিত করেছে দু’দলই। আর জাতীয় দলের জার্সিতে যৌথভাবে ইতিহাসের টপ স্কোরার বনে গেছেন রোনালদো। এফ গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।
ইউরোর বিগ ম্যাচ। মুখোমুখি দুই হট ফেভারিট ফ্রান্স-পর্তুগাল। খেলাটা হাঙ্গেরির মাঠে। উত্তেজনা শুরু থকেই। ৩০ মিনিটেই পেনাল্টি পেয়ে পেয়ে যায় পর্তুগিজরা। যদিও সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক। সব ছাপিয়ে রোনালদোর স্পটকিকে লিড পায় পর্তুগাল।

ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই ম্যাচে ফিরেছে সমতা। পর্তুগালের বক্সে সেমেদোর ফাউলোর শিকার এমবাপ্পে। পেনাল্টি থেকে ফ্রান্সকে সমতায় ফিরিয়েছেন করিম বেনজেমা।

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজামা দলকে লিড এনে দেন সেকেন্ড হাফের একেবারে শুরুতে। পর্তগালের ডিফেন্স ভেঙে ঢুকে লিড করেছেন ডাবল।

তবে, ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারেনি কেউই। পেনাল্টি পেয়ে ৬০ মিনিটে ম্যাচে সমতা ফেরান রোনালদো। সিআর সেভেন ন্যাশনাল টিমের জার্সিতে ইরানের আলি দাইয়ের সাথে যৌথভাবে বনে যান ইতিহাসের টপ স্কোরার। পরের রাউন্ডে যায় পর্তুগাল।

এদিকে, জার্মানির ঘরের মাঠ আলিয়্যাঞ্জ এরেনায় হাঙ্গেরি-জার্মানি ম্যাচটা ছিলো উত্তেজনায় ভরপর। ১১ মিনিটেই লিড নিয়ে ফেলে হাঙ্গেরি।

পরে, ৬৬ মিনিটে সমতা ফেরে জার্মানি। গোল করেন কাই হ্যাফাজড। এর ২ মিনিটের মাথায় আবারো জার্মানদের স্তব্ধ করে দেয় হাঙ্গিরি, গোল করেন স্কেফার।

তবে,শেষ পর্যন্ত জিততে পারেনি হাঙ্গিরে, তবে জিততে দেয়নি পরাশক্তি জার্মানিকে। গোরেসতকার গোলে কোনক্রমে ড্র নিয়ে মাঠ ছাড়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ১৫:৫৬
  • ১৭:৩৬
  • ১৮:৫৩
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102