নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার রাত পৌণে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বইলতলা ও লালাপাড়ার মধ্যবর্তী সড়কে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩৯৪)।
নিহত ভুটভুটি চালক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর চককীর্ত্তী এলাকার ২নং ওয়ার্ডের মো.বাবু (২৫)। সে মৃত ইয়াছিন আলী ও মোসা. মনোয়ারা বেগমের ছেলে। এ ঘটনায় লাশ উদ্ধার ও ট্রাকটিকে থানায় নিয়ে আসে পুলিশ।
লালা পাড়ার আসিফ ও জুম্মা জানান, সোনামসজিদ থেকে আসা একটি ট্রাক ভুটভটিকে ধাক্কা দিলে সড়কের পাশে দুমড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভুটভুটি চালক নিহত হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. কবির হোসেন রাত সাড়ে ১১ টার সময় জানান, সদরের স্বাগতম থেকে ১০০ গজ পশ্চিমে চকবহরম একাকার পাঁচু মেম্বারের চাতালের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পরে সদর মডেল থানার এসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় গিয়ে তদন্ত করে মৃত চালকের নাম ঠিকানা সংগ্রহ করে।