ads
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম

বগুড়ায় পানিতে ডুবে ৩ সন্তানের জনকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৩ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে শহরের বৃন্দাবনপাড়া ও সুলতানগঞ্জ বারপাড়া সংযোগ ব্রীজ থেকে সুবিলে লাফ দিয়ে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত শহিদুল ইসলাম শহরের কাটনারপাড়া আলিসোনার লেনের নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ছোট মেয়েকে সাথে নিয়ে বৃন্দাবন পাড়া ও সুলতানগঞ্জ পাড়া ব্রীজে গোসল করার জন্য আসে। এ সময় তিনি ছোট মেয়েকে ব্রীজের উপর দাঁড় করিয়ে বিলের পানিতে লাফ দিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে তিনটায় তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত শহিদুল ইসলামের মা জানান, শহিদুলের বুকে সমস্যা ছিল। পরিবারের ধারণা পানিতে লাফ দিয়ে তার বুকে আঘাত পাওয়ায় তার পানিতে মৃত্যু হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মাসুদ পারভেজ জানান, তারা দুপুর দুটোর দিকে খবর পেয়ে সেখানে আসে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ডুবুরিরা শহিদুল ইসলাম এর মৃতদেহ খুঁজে পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102