ads
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

বগুড়া শাকপালায় এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১৪ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাকপালা পশ্চিম পাড়ার কবরস্থান এলাকায় দুর্বত্তদের হামলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত যুবক ফুলতলা পূর্বপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নাহিদ (৩৫) এবং তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।
হত্যার উদ্দেশ্যে সম্পর্কে পুরোপুরি জানা না গেলেও শাজাহানপুর থানা এবং স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, নাহিদ মঙ্গলবার পাওনা টাকা আদায়ের বিষয়ে কোন এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। তারা তাকে টাকা নেওয়ার উদ্দেশ্যে শাকপালা কবরস্থানের কাছে আসতে বলে। নিহত নাহিদ মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছালে এলোপাতারিভাবে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর আকষ্মিক হামলা চালায় এবং শরীরের বিভিন্নস্থানে কোপানোর ক্ষত অবস্থায় পরবতীর্তে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, হত্যাকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) ঘটনাস্থলে ছুটে যান। সেই সাথে তার নির্দেশে উক্ত হত্যাকান্ডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে দ্রুততম সময়ের মাঝেই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে মর্মেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

উক্ত ঘটনায় ইতিমধ্যেই একজনকে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সেই সাথে হত্যার রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে কাজ করছে মর্মেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102