ads
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ায় ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল ডিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বগুড়ায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সাব্বির হোসেন (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন।

গ্রেফতার সাব্বিরকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ আসলাম আলী জানান, সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার ইউনুস আলীর ছেলে। সে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এক রাউন্ড গুলিসহ ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল বিক্রির চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে অস্ত্রটি কিনতে তার সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে অস্ত্রটি হস্তান্তরের কথা ছিল। ডিবি টিম রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা এলাকায় অবস্থান নেয়। টিমের এক সদস্য ক্রেতা সেজে সাব্বিরের সঙ্গে অস্ত্রের দরদাম করছিলেন। এ সময় তাকে হাতেনাতে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, অস্ত্রের উৎস জানতে সাব্বিরকে শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102