বগুড়া জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে অবস্থিত দারুস সালাম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসার ছাত্র ও আবাসিক ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ফার্মার রফিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল জলিল বাকি, বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বল, আব্দুল মান্নান, অধ্যক্ষ আলিমুর রাজি তরুণ, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, খসরু আহমেদ, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, মাহবুব হাসান লিমন, সাইমুম ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া মহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো: মাহমুদুল হাসান সোহেল।