দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। এ নিয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি প্রাক্তন এক শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্টে কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মাহমুদ ওই শিক্ষার্থীকে কীভাবে টেনে হিঁচড়ে তার নিজ ঘরে নিয়ে যান, তার অডিও রেকর্ডিং ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এরপর ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোত্তালিবের অপর এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব এবং অশালীন মন্তব্য ফেসবুকে ভাইরাল হয়।
এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) থেকে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসক জিয়াউল হকের নজরে আসলে শনিবার অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগকে আহ্বায়ক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কলেজের অধ্যক্ষকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।