ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শে বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হবে- মাসুদুর রহমান মিলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১২ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন (সিআইপি) বলেছেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে যেন তারা শক্ত হাতে ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরতে পারে। জাতির পিতা যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা তখনই পূরণ হবে যখন বর্তমান প্রজন্মের সকলে দেশের সেবায় নিজেদের প্রস্তুত করতে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি’র নিজস্ব উদ্যোগে সরকারি শিশু পরিবারের ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ক্রীড়া, খাদ্য, স্বাস্থ্যসুরক্ষা-সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে সিআইপি মিলন করোনাকালীন সময়ে শিশু পরিবারের এতিম শিশুদের জন্যে উক্ত অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ায় আ’লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি কে ধন্যবাদ জানিয়ে শিশুসহ উপস্থিত সকলকে করোনার পরবর্তী ধাপ মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক রিপা মোনালিসা। অনুষ্ঠানে শিশুদের প্রত্যেককে খাবার সামগ্রী স্বরুপ বিস্কুট, ১টি ওড়না, স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রীসহ সকলের উদ্দেশ্যে ১টা ফুটবল, ১টা ভলিবল, ২টা হ্যান্ড বল, ৩টি ক্রিকেট ব্যাট ও বল, মেয়েদের দড়ি খেলার ভাল মানের দড়িসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে সরকারি শিশু পরিবারের ক্যাম্পাসে শিশুদের সাথে নিয়ে বিভিন্ন উন্নত জাতের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102