বন্দরে নিরাপত্তা প্রাচীর ডিঙানোর সময় পড়ে গিয়ে লোহার রডে বিদ্ধ হয়ে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার ৩নং গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন আড়াইহাজার উপজেলার চৈতন্যকান্দাপাড়া এলাকার কাবুল মিয়ার ছেলে।
৫নং খেয়াঘাটের মাঝি আলাউদ্দিন বন্দরের আরসিম এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, আলাউদ্দিন বন্দরের ৫নং খেয়াঘাটের একজন মাঝি।
সোমবার রাতে নৌকা বাওয়া (চালনা) শেষ করে আলাউদ্দিন প্রতি দিনের মতো পরিত্যক্ত ইস্পাহানির জেটিতে নৌকাটি বেঁধে রেখে যান।
পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে নৌকা নিতে এসে ইস্পাহানির গেট তালাবদ্ধ দেখতে পান তিনি। তখন আলাউদ্দিন নৌকা আনতে নিরাপত্তা দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ওসি জানতে পারেন, প্রথমবার তিনি দেয়াল টপকাতে ব্যর্থ হন। দ্বিতীয়বার দেয়াল টপকাতে গিয়ে হাত ফসকে প্রায় ৭ ফুট ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় নিরাপত্তা দেয়ালের বল্লমের মতো সুচাল রড তার বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দিন।