চট্টগ্রামের রাউজানে বন্দুক দিয়ে কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে হুব্বাত হোসাইন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।
ওইদিন দুপুরে তিনি গুলিবিদ্ধ হলেও বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে রাউজান থানার ওসি জানান, পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের বাসিন্দা হুব্বাত হোসাইন শুক্রবার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরছিলেন।
এসময় তিনি রাস্তায় কালো রঙের একটি কুকুর দেখতে পান। পরে বাড়ি থেকে বন্দুক নিয়ে বের হন কুকুরকে মারার জন্য। কিন্তু কুকুরটি তার দিকে তেড়ে আসলে নিজের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার অনুসন্ধানে বতমানে পুলিশের একটি দল তার বাড়িতে অবস্থান করছে। বন্দুকটির লাইসেন্স রয়েছে কি না তার’ও অনুসন্ধান করছে পুলিশ।
বিল্লাল মিয়ার ছেলে ৫২ বছর বয়েসী হুব্বাত হোসাইন দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন।