জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টাকার লোভে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে রাশেদ মিয়াকে গ্রেফতার করা হয়। তবে ধর্ষক বন্ধু মোশারফ হোসেন পলাতক রয়েছেন। মোশারফ মিয়া পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাশেদ তার স্ত্রীকে টাকার বিনিময়ে যৌনকাজের চাপ দেন। স্ত্রী রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন চালান রাশেদ। বুধবার রাতে রাশেদ তার বন্ধু মোশারফ হোসেনেকে বাড়িতে এনে আবার চাপ সৃষ্টি করেন। স্ত্রী রাজি না হলে মোশারফ তাকে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ না করার জন্য তাকে চাপ দেন রাশেদ।
ওসি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ওই নারী থানায় এসে অভিযোগ দিলে পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত করে। শুক্রবার ভোরে রাশেদকে আটক করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষক বন্ধু মোশারফ হোসেনকে আটকের চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই মোশারফ পুলিশের হাতে আটক হবেন।
ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।