বন্ধ হয়ে যাওয়া পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করলো সরকার। নারায়ণগঞ্জের করিম জুট মিলসের শ্রমিকদের পাওনা পরিশোধের মাধ্যমে সকালে এ কার্যক্রমের সূচনা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
অনুষ্ঠানে ৩০ জন শ্রমিকের হাতে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়। সরকারি তথ্যে জানা যায়, করিম জুট মিলের অবসরপ্রাপ্ত ৬১২ জন ও অবসানকৃত ১ হাজার ৭৫৯ জনের মোট পাওনা যথাক্রমে ৩৪ এবং ১৯২ কোটি টাকা।
এছাড়া ২ হাজার ৬২৫ জন বদলি শ্রমিকের পাওনা ২৫ কোটি টাকার বেশি। মোট ২৫১ কোটি ৫৮লাখ টাকা পরিশোধ করা হচ্ছে। বন্ধ ঘোষিত ২৫টি পাটকলের ১০ হাজারের বেশি শ্রমিকের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা। ৩ অর্থ বছরে শোধ করার কথা থাকলেও প্রধানমন্ত্রী বর্তমান অর্থবছরে পুরো টাকা, যা অর্ধেক নগদে ও বাকিটা সঞ্চয়পত্রের মাধ্যমে শোধ করার নির্দেশ দেন।