৬৫ কোটি টাকার অবৈধ সম্পদের জন্য ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের উপপরিচালক মোহাম্মদ আকবর আলী বাদী হয়ে এই মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে দুদক সচিব দিলওয়ার বখত সাংবাদিকদের একথা জানান। এর আগে, তদন্তে বরকতের নামে ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকার এবং রুবেলের নামে ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। অনুসন্ধানে তাদের সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
এছাড়াও, জমি দখল ও নামমাত্র মূল্যে কেনা ছিল তাদের বড় নেশা। তারা ৩২৬টি দলিলের বিপরীতে প্রায় ৫০০ বিঘা জমির মালিক হয়েছেন। প্রভাব খাটিয়ে মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে সম্পদ অর্জনে তারা ছিলেন বেপরোয়া।