অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় কারা অধিদপ্তরের বরখাস্ত উপ-মহাপরিদর্শক বজলুর রশীদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক ইকবাল হাসান এই আদেশ দেন। ২২শে অক্টোবর হবে অভিযোগ গঠনের শুনানি।
এদিকে বজলুর রশীদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে ২৬শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ।
২০১৯ সালের ২০শে অক্টোবর বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সকালে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদের পর বজলুর রশীদকে গ্রেপ্তার করা হয়। দুদকের কাছে অভিযোগ ছিল, ঘুষের কোটি কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার।