ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ইনামুল হাসানকে গ্রেফতারকরেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। ওই ইউনিয়নের কামারবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়। একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২০ মে বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের একটি আদেশে গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনামুল হাসান ও একই ইউপির ছয় সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম জানান, ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।